• ananotherindiangirl 7w

  আবার এসেছে শীত ,
  সাথে করে কুড়িয়ে এনেছে
  ফেলে আসা মেয়েবেলা ...
  যত্ন করে চোখের সামনে সাজিয়ে
  দিয়েছে কিছু অলিখিত নিয়মের অভ্যাস !!
  ছোটোবেলার ওই আচার চুরি করে খাওয়া মেয়েটা
  আজ অবিন্যস্ত চুল সরিয়ে নিজেই আচারের
  বয়াম সাজায় ছাদের কার্নিশে ...
  দুপুরে রোদে পিঠ বিছিয়ে পড়ার অভ্যেস টা
  আজও ফিকে হয়নি , কাজ সামলে
  এক ফাঁকে রোদ্দুর মেখে নেয় সে এখনও ,
  আর তার সঙ্গী হয় রবীন্দ্রনাথ , স্মরণজিৎ রা ...
  শীতে শুধুমাত্র রুক্ষতা নয় , বরং মাঝে মাঝে
  ভালোবাসারাও পারদ চড়ায় ,
  শুধু তাদের খুঁজে নিতে জানতে হয় ।।

  ©ananotherindiangirl