• greenpeace767 18w

  আর না

  কত যে অপমান সয়েছি ?
  আর সয়ে যাচ্ছি ?
  -- হিসেব নেই।
  যে সহজ, সরল ।
  তাকেই বুঝি পান করতে হয়,
  পাএ ভরা গরল।
  যার সামনে -পেছনে,
  কেউ নেই।
  যার প্রচুর অর্থ নেই।
  সে যতো শিখিত থাকুক না কেন ?
  তার মূল্য আর এ সমাজে নেই।
  ©greenpeace767