Believe in your supremacy as
Time never change alone, you have to change it.
Respect never came easily, you have to earn it
Launch will not delivered automatically, you have to pay for it
Money will not credited robotically , you have to work for that
Believe in your supremacy because you yes you can do it .
And yes keep smiling always because you have nothing to do for smile it is God gifted.
©hoirani
hoirani
-
hoirani 42w
-
hoirani 46w
Whenever I looked upon my parents life I thought at my age they also have many friends but now how many of them have a touch with my parents. And that aslo will happen to me and it is natural. I can't blame people for that.though it is sorrowful but Losing and forgetting people is the ultimate rule and I also not exception of the rule. I aslo loose some important people and that's make me cry but I can't do anything there. If a say about mirakee here I got some friends.and now most of them are missing and only a few of them stay connected and connected deeply.But something that is hopeful here that
A little conversation and a Little care make every relation strong. So try to connect with people , those you might not to lose , afterall in our so called "busy" life we all are lonely.
And thanks for reading..stay safe and stay connected............ afterall in our so called "busy" life we all are lonely.
©hoirani -
When everyone is afraid to face the truth
Just be like sunflower
Keep your head straight and face it.
©hoirani -
The scariest thing
Became
Our love-mark
It remains same
But
We hug
the lonely-dark
©hoirani -
hoirani 50w
#reflection #wod @mirakee
I see her smiling through the mirror Actually she is laughing and laughing loudly. I don't know why but her laughing takes me to those days when I used to smile a lot for any reason or without any reason. Yes that child's smile takes me to my childhood days. When my life is full of joy. A chocolate or a packet of chips is enough for smiling in those days.Sometimes grandpa's story is enough to make my whole days happy.In childhood days we don't have television but if anywhere I saw a single episode of Tom and Jerry , that day is more special for me.yes in those days I used to laugh and laugh loudly.
But now time changes, responsibility cames and happiness, smiles are became more costly.Now no chips, no fairy tale , no chocolate ,even sometimes no cartoon in my own television makes me happy, did not give me those smile in my face which I am use to
.But I have to smile for me for my parents, for my sister , and have to smile to live my life.
Again I see her smiling through the mirror. Yes it is mine , my pure smile with full of tears.
@hoiraniI see her smiling through the mirror
©hoirani -
hoirani 54w
তাদের জন্য।।
আসলে খেটে খাওয়া মানুষের জীবনের গল্প তেমন চমকপ্রদ মোড় নেয় না। তাই তাদের জীবন নিয়ে কোনো গল্প ও হয় না। তাদের জীবনের ঘটনাপ্রবাহ একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সকালে উঠে খাওয়া দাওয়া করে কাজে যাওয়া... সন্ধ্যায় বাড়ি ফিরে রাতে চোখের পাতা এক করতেই পরদিন সকাল ,,আবার একই.... রুটিন, আর এভাবে শুধু দিন কাটে না, কাটে মাস , বছর, যুগ , হ্যাঁ শতাব্দী ও কেটে যায়। পূজা -পার্বন , সামাজিক অনুষ্ঠান, রোদ-ঝড়-বৃষ্টি ইত্যাদিতে তাদের রুটিনে খুব সামান্য পরিবর্তন ঘটে কারন একটাই কাজ না করলে হাড়ি উনুনে চড়বে না। এদের দুঃখ কষ্ট এমনকি মৃত্যু ও সবার আড়ালে কোনো ছোটো ঘটনা হয়ে কালের তলে তলিয়ে যায়। দেশ, রাজনীতি তাদের জীবনে কোনো প্রভাব না ফেললেও দেশের রাজনীতিতে তাদের গুরুত্ব অপরিসীম। হিন্দু সম্প্রদায়ের কিছু লোক যেমন নিজেদের তথা সমাজের ভালোর জন্য ছাগ বলি দেয় তেমন ই দেশের যেকোনো বিপদে সরকার এবং উচ্চবিত্তরা তাদের বলি দিতে পিছপা হয়না পুনশ্চ দেশের তথা দশের ভালোর জন্য।। কখন কীভাবে কেন কাদের বলি দেওয়া হয়েছিল কিংবা হচ্ছে আবার কাদের হবে তা ও আমাদের কাছে অবগত। সে যাক গে সরকার তথা সমাজের মালিকপক্ষ ঠাট্টা করে থুরি ভালোবেসে তাদেরকে "সমাজের চালিকাশক্তি" বলে আখ্যায়িত করে। তবে চালিকাশক্তির এহেন দুরবস্থা হলে যে দেশের উন্নয়নের চাকা যে ঘুরবে না তা সরকারের মাথায় কখনই ঢোকে নাই আর আশা করি ঢুকবেও না। এতসব কথার মধ্যেও তাদের মাথা-নীচু এক জোড়া চোখ
দু'পা চলতেই থাকে হাত খোঁজে কাজ দুমুঠো ভাতের আশায়।।
বিঃ দ্রঃ-- মে দিবসের শুভেচ্ছা সবাইকে। পারলে "তাদের" দলে থেকে "তাদের" জন্য কিছু করুন নতুবা তাদের সম্মান করুন , মানুষের চোখে দেখুন। তাদের কে নতুন সকাল দেখান ।। ধন্যবাদ।।
©hoirani -
hoirani 64w
Hey listen, it's for you....
Yes.. buddy it's just for you...
If you ignore this....then and
Whether you like it then also
Yes buddy.....it's for you
It's not for my special one
Neither for my hated one..
It is simply for you.....
I might never meet you
Neither talk to you....
Never went for hangout with you...
Or meet you...talk with you
Whatever.....but still....
It's for you....
Finally we.. will like ilachi...
Yes buddy ilachi.....
But for someone's biriyani
And someone's chai...
Whatever that will be....
But a single promise
That i want from you...is.
......be happy.with a smile ......
Whichever the situation is...
And yes buddy it's for you
If once you ... smiled....
In those two mins.....
..
@hoiRaniBuddy....it's for...you.....❤️❤️
©hoirani -
hoirani 84w
বাইনোকুলার টা নামিয়ে রাখল সঞ্জীবনী। নদীর তীরে পাহাড়ের বুকে বাঙের ছাতার মত তার পুরো ঘরের ভেতর টা ক্যামেরা ,উপন্যাস, গল্প, কবিতা, রং, তুলিতে ভর্তি । জানলার কাছে এখন একটা অসম্পূর্ণ portrait আর কফি কাপে চাপা শেষের কবিতা। মানুষের সাথে খুব একটা জমে না তার। তার ভাষায় বলতে গেলে
স্মৃতিরা চিরকালীন কিন্তু মানুষ না।
তাই সুখকর স্মৃতিতে মানুষকে না জড়ানোই শ্রেয়।।
©hoirani -
Success waiting, we have to overcome.
-
hoirani 100w
বাল্যকালে তার সাথে সময় কাটাতাম খেলার মাঠে , সাদাকালো টেলিভিশনের সামনেকিংবা দস্যিপনা করে কিন্তু বড়ো হতে হতেই তার সাথে দেখা করার জায়গাও বদলাতে লাগল, কখনো গলির মোড়ে, আবার কখনও নদীর পাড়ে, ধীরে ধীরে তার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়লাম যে স্কুল কলেজ বাদ দিয়ে তাকে নিয়ে চুপি চুপি পার্ক, রেস্তোরাঁ এমনকি সিনেমা ও গেছি দু্ -এক বার । তবে বরাবরই তার সাথে একা সময় কাটাতে আমার খুব ভালো লাগতো। তাই বেশিরভাগ সময়ই তার সাথে অকারণেই বসে শুয়ে কাটিয়ে দিতাম। না না খারাপ মনে করবেন না , ওরকম কিছু না। আর একটু ধৈর্য ধরুন পরিচয় করিয়ে দিব তার সাথে।
এবার ও সে এসেছে না ভুল বললাম শুধু আসে নি জাঁকিয়ে বসেছে। কিন্তু পুরোটাই অন্যভাবে বলতে পারেন ভয়ংকর ভাবে। প্রথম প্রথম তার সখ্য বেশ উপভোগ করলেও এখন তার প্রতি বেশ তিতিবিরক্ত হয়ে পড়েছি । কেন জানি না তার মধ্যে সেই মিষ্টতা আর নেই। ক্রমেই সে রণচন্ডী হয়ে উঠছে। এমন কী তার সাথে একাকী সময় কাটাতে কাটাতে কেমন যেন আমারই বিতৃষ্ণা চলে এসেছে। যাকে সবসময় কাছে পাওয়ার জন্য সংগ্ৰাম চালিয়ে গেছি , আজ যেন তাকেই বিদায় জানাতে চাইছি। না চিরবিদায় না , শুধু এবারের মত,
পরেরবার সে আসলে ঠিক আগের মতই আগলে রাখব তাকে।
হ্যাঁ, আপনারা ঠিক ই ধরেছেন। আমি এতক্ষন "ছুটি" র কথা ই বলছিলাম।
বর্তমান পরিস্থিতি নিয়ে আর নাই বা বললাম, কিন্তু সত্যিই আমি এবার এ ছুটির ছুটি চাই, আর ফিরে পেতে চাই আগের ছুটি।
কী গল্প টা আপনার গল্পের সাথে হুবহু মিলে যাচ্ছে না,, মিলবে নাই বা কেন গল্প টা তো আপনার ই।।।
Hoiraniদ্বিতীয় পর্ব
এবার এ ছুটির ছুটি চাই।।
©hoirani
