#kholaprem

1 posts
 • oreo2706 6w

  খোলা প্রেম...

  বলছি শুনছো...আমি প্রেম পাঠিয়েছিলাম তোমায়, পেয়েছ?
  নাগো বাহ্যিক নয়, আন্তরিক প্রেম, খোলা প্রেম! তুমি বোধহয় পাওনি সেবার। অসুবিধে নেই, আবার পাঠাই আজ। খোলা প্রেম, শুধু তোমার জন্য।
  মনে আছে ওই হলদে ফুলের স্নিগ্ধ প্রেম? মনে পড়ে তোমার, ওই সারি সারি কাশ ফুলের প্রেমের ডাক? মনে পড়ে, নিশ্চই মনে পড়ে তোমারও! সুন্দর ভোর, হাওড়া স্টেশন, ব্যাস্ত জনমানব, কয়েকটা লাগেজ, কলকলে ঘাম, রবীন্দ্র সেতু, মাটির ভাঁড়ে চায়ের চুমুক আর গঙ্গার ঠান্ডা বাতাসে নিঃশব্দ প্রেম...মনে পড়ে নিশ্চই তোমার? আরও আছে, যেমন কফি হাউস, কিংবা গুরুদ্বরা, কিংবা শপিং মলের সিঁড়িতে...অথবা প্রথম দেখার হঠকারী প্রেম!
  আজ সেইসব আবার পাঠাচ্ছি, সঙ্গে থাকছে বৃষ্টিভেজা সন্ধ্যের কোমল শীতলতা আর মাটির সোঁদা গন্ধ মাখা আরও অনেকখানি নির্ভেজাল প্রেম, দূরত্বের বেড়াজালে প্রতিদিন আটকে থাকা অফুরন্ত অপূর্ণ প্রেম, খোলা আকাশের জ্যোৎস্না মাখা খোলা প্রেম।

  বলছি শুনছো...এবারে কিন্তু জানিও, আমার প্রেম পেলে কিনা! অপেক্ষায় থাকবো....
  দূরত্বে অপেক্ষাই যে সব থেকে বড় সম্বল!!
  ©oreo2706