#bengalipoems

151 posts
 • martin_1 10w

  October 2

  Jeevan main dukh ka kaala saya.
  Fir bhi desh ko ajaad bana ne me jindagi bitaya.
  (जीवन में दुःख की काला साया , फीर भी देश को आज़ाद बानाने में जिंदगी बिताया)
  (இருண்ட சகாப்தத்தில், அவர் தனது வாழ்க்கையை நாட்டிற்காக வாழ்ந்தார்.)
  (অন্ধকার যুগে দেশের জন্য জীবন যাপন করেছেন।)
  (અંધકાર યુગમાં દેશ માટે પોતાનું જીવન જીવ્યું.)
  (చీకటి యుగంలో దేశం కోసం తన జీవితాన్ని గడిపారు.)
  (ഇരുണ്ട കാലഘട്ടത്തിൽ രാജ്യത്തിനുവേണ്ടി ജീവിച്ചു.)
  (अंधाऱ्या काळात त्यांनी देशासाठी आयुष्य जगले.)
  (ଅନ୍ଧକାର ଯୁଗରେ ଦେଶ ପାଇଁ ତାଙ୍କ ଜୀବନ ବଞ୍ଚିଥିଲା ​​|)
  (ਹਨੇਰੇ ਯੁੱਗ ਵਿੱਚ ਉਸਨੇ ਆਪਣੀ ਜ਼ਿੰਦਗੀ ਦੇਸ਼ ਲਈ ਬਤੀਤ ਕੀਤੀ.).
  (تاریک دور میں اپنی زندگی ملک کے لیے گزاری۔)
  And I can't forget Sashtri ji.(sorry , if you find error above).
  ©martin_1

 • rinrup 15w

  কবিতার প্রতি,

  শেষ কবে ছুঁয়েছি তোমায়
  শেষ কবে অনুভবী মন
  ভুলে গেছি, ভোলাটাই রীতি
  শেষ কবে রক্তক্ষরণ...
  ©rinrup

 • sanchitaa 34w

  "আমার একাকিত্বের সঙ্গী শুধু আমিই একা "

  যে মানুষটা একদিন হঠাৎ করেই আমার জীবনে এসেছিল উজ্জ্বল নক্ষত্রের মতো, সে মানুষটা আজ আর আমার আকাশে আলো ছড়ায় না....।
  যে মানুষটা বলেছিল আমি নাকি তার জীবন,
  সে মানুষটা এখন তার জীবনে শান্তি খুঁজে পায় আমাকে ছাড়াই।
  যে মানুষটা একদিন বলেছিল,
  খুব ভালবাসি তোমায়,
  আজ ভালোবাসি কথাটা তার মুখে বেশ অপরিচিত,একটি শব্দ...।
  যে মানুষটা বলেছিল আমাকে ছাড়া এক মুহূর্ত সে থাকতে পারেনা,
  আজ সে ঘন্টার পর ঘন্টা আমাকে না খুঁজেই কাটিয়ে দেয় তার সময়।
  যার খুব প্রয়োজন এ একদিন তার সঙ্গ দিয়েছিলাম বলে,
  যে বলেছিল আমাকে সে কোনদিন ভুলবে না...
  সে এখন আমার একটি কথায় আমাকে ভোলায় ভীষণ ব্যস্ত।
  এক মুহূর্ত অনলাইনে না পেলে,
  যে মানুষটা পাগলের মত খুঁজতো আমায়, আজ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, অনলাইনে থাকলেও তার কোনো খবর পাওয়া যায় না....।
  আমার নামের পাশে গ্রীন লাইট টা যে মানুষটা তার অক্সিজেন মনে করত,
  আজ সেই গ্রীন লাইনট টা হয়তো তার বিরক্তির কারণ হয়ে গেছে।

  আমার কোন কথা কোন ব্যবহারে যে মানুষটা কিছু মনে করতো না,
  আমার শত অবহেলাতেও যে মানুষটা বারবার আমাকে আঁকড়ে ধরে রাখতে চাইতো,
  আজ আমার সবকিছুতেই তার খারাপ লাগা শুরু হয়েছে,
  আজ আমাদের দুজনের মধ্যে,
  ইগো নামক এক অদৃশ্য বস্তুর আবির্ভাব ঘটেছে,
  মেয়েদের ইগো বলতে কিছু থাকে না তারা যখন একবার ভালোবাসে,
  তখন তারা অনেকটা বেহায়া হয়ে যায়।
  আর ছেলেদের মন পাওয়ার আগে পর্যন্ত ইগো টা বোধহয় থাকেনা,
  কিন্তু যখনই প্রেমিকার দুর্বলতা বুঝে ফেলে, ঠিক তখনই বোধ হয় ইগো এর জন্ম নেয়।
  যা সম্পর্কের মধ্যে ঢাল হয়ে দাঁড়ায়
  যে মানুষটা আমার এতোটুকু কষ্ট সহ্য করতে পারে না বলেছিল,

 • light_flame 69w

  For the convenience of my dear readers...����


  ☠️Maratmok Khudra☠️

  Stabdho daariye dekhe cholechhi ei biswer bidhangsho;
  Kaataare kaataare mritadeho, e taandab oti nrishangsho!
  Raktarokti na koreo je mrityur atyachaar sambhob,
  Jaaniye dilo haare haare ta coronasurer udbhab.
  Charidike shudhu kashto aar shona jaaye haahaakaar;
  Shoker daapot khub o rajatwo kore andhokaar.
  Manusher bhaboddipak mulyabodhgulo ki akhon puropuri bipanno?
  Jibon jhunkir karone nishiddho kora holo priyojonder seshkritya sampanno!
  Krandon ebong aartonaade kompito e prithibi.
  Bhayonkor nirjaton i je ei asurer daabi!
  Bahu satarkota abalomboner por o kromagato briddhi pacche aakraanto byaktir shankhya!
  Abiraam procheshta sotteo ei santrash samaadhaaner pawa jayeni akhono kono byakhya.
  Coronasur bodh hetu je aaboshyak ak boigyaanik aabishkaar.
  Aashaar aalo prajwalito hoye kobe hobe se chamotkaar?

  ©light_flame
  You may tag your bengali friends if you wish...������  #bengali
  #bengalikobita
  #BanglaKobita
  #bangla
  #bengalipoems


  #writersnetwork
  #mirakee
  #readwriteunite


  @writers_paradise @mirakeeworld @mirakeesnetwork @mirakeenetwork @mirakee_writersclub

  Read More

  .

 • sudipa_mon 77w

  ||~~ দ্বাদশীর চাঁদ ~~||

  ভাগীরথীর কুহক মায়া জাল মাখা প্রশান্তি
  নিশি যাপনের উন্মুক্ত ভালোবাসা
  দ্বাদশীর উজ্জ্বল চাঁদের আলো
  আর আমার একান্ত মমত্বময় খেলাঘর…
  যা বিবাগী মায়ায় ভরা ।

  জ্যোৎস্নার নির্জনতা ভাঙ্গে …..
  নদীর ওপার থেকে ভেসে আসে কৃত্তনের সুর
  শান্ত নদীর জলে শরীরি বৈভব -----
  বিষণ্ণতার রূপ ধরে ,
  মাটির শরীর মাটিতে লীন হবে বলে ।

  জীবনের অহং পাত্র ভরা ছিল জন্মলগ্ন থেকে,
  শ্বেতশুভ্র পুষ্পে ঢেকে আছে ……
  সেই জীর্ণতাময় অহংকার ।
  যা লালিত হয়েছে জীবদ্দশার প্রতিক্ষণে ,
  যা পুড়ে ছাই হবে মহো মুক্তির হোমশিখায় ।

  আমার মাটির ঘরে মাটির শরীর
  সবুজ লতায় জড়িয়ে রেখেছে সমস্ত সংসার ।
  অন্ধকার ছিঁড়ে নদীতে নামছে ময়ূখ মালা ….
  অহংকারের মরকত কে ভাসিয়ে দিয়ে….
  অনন্ত প্রেমে লালিত হবে স্নেহের সংসার ।

  © সুদীপা মজুমদার

  Picture Credit : @keates

  #writersnetwork #readwriteunite #pod #mirakee #writerstolli #bangla #banglakobita #bengali #bengaliwriteups #bengalipoems #life #nature

  @mirakee @writersnetwork @writerstolli

  Read More

  দ্বাদশীর চাঁদ

  আমার মাটির ঘরে মাটির শরীর
  সবুজ লতায় জড়িয়ে রেখেছে সমস্ত সংসার ।
  অন্ধকার ছিঁড়ে নদীতে নামছে ময়ূখ মালা ….
  অহংকারের মরকত কে ভাসিয়ে দিয়ে….
  অনন্ত প্রেমে লালিত হবে স্নেহের সংসার ।
  ©sudipa_mon

 • sudipa_mon 78w

  •••••• স্বপ্ন ••••••

  আতঙ্কের নিস্তব্ধতা কাটিয়ে
  ধীর পায়ে ফজির আসবে বিশ্ব জুড়ে,
  গত দিনের মৃত্যু মিছিল থমকে যাবে ,
  হাজার হাজার আক্রান্তের শঙ্কিত চিত্ত ….
  পাশ ফিরে শোবে ……..

  বিশ্ব ইতিহাসে লেখা হবে কাহিনী
  সব দেশের বাজিগরদের কথা ,
  সংস্কৃতি পাল্টাবে ধীরে ধীরে ---
  পরম্পরার বন্ধন ছিঁড়ে মানুষ লড়বে ….
  মনুষ্যত্বের হাত ধরে ।

  পূর্বপুরুষদের রং চড়ানো ধর্মের বলী দিয়ে
  অবাক করা পৃথিবীতে দেখা হবে -----
  ফিরোজা কাশে কাঁচা সূর্যের আলোয় ,
  যেখানে থাকবেনা কুসংস্কারের…….
  ভ্রুকুটি মাখা হাসি ।

  © সুদীপা মজুমদার

  Picture Credit: @keates

  #writersnetwork #readwriteunite #pod #mirakee #bangla #banglakobita #bengali #bengaliwriteups #bengalipoems #corona #dreams #religion #history #society

  Read More

  স্বপ্ন

  আতঙ্কের নিস্তব্ধতা কাটিয়ে
  ধীর পায়ে ফজির আসবে বিশ্ব জুড়ে,
  গত দিনের মৃত্যু মিছিল থমকে যাবে ,
  হাজার হাজার আক্রান্তের শঙ্কিত চিত্ত ….
  পাশ ফিরে শোবে ……..
  ©sudipa_mon

 • sudipa_mon 78w

  ||~~ সহজ পাঠ ~~||

  প্রকৃতি আমি তোমার প্রেমে পাগল,
  রূপে মোহিত….
  স্পর্শে অনুভব করি হৃৎস্পন্দন ।

  যখন মেঘের চাদর সরিয়ে
  বৃষ্টি রূপে নেমে আসো ধরাতে ,
  তখন আমি পাগল হয়ে তোমার….
  বৃষ্টি ধারায় স্নান করি ।
  আমার শিক্ত বসনের আড়ালেও
  ফুটে ওঠে তোমার প্রতিচ্ছবি ,
  সর্বাঙ্গ জুড়ে লজ্জা মাখা চঞ্চল হাসিতে
  দুষ্টুমি খুঁজে পায়……
  পুরুষের নির্লজ্জ চাহনী ।

  যখন পাহাড়ের বুক চিড়ে ……
  শ্বেতশুভ্র জলপ্রপাত হয়ে
  নেমে আসো মর্তে …...
  তখন সেই রূপে মোহিত হয়ে
  মুগ্ধ নয়নে তাকিয়ে থাকি
  উন্মুক্ত ঝর্ণা ধারার দিকে ।
  কখনো সর্বশরীর অবগাহন করি …...
  তোমার স্নিগ্ধ শীতল জলরাশির উন্মত্ত জলধারায়।

  আবার যখন তুমি বালির গালিচা পাতা
  অন্তঃসলিলা ফল্গু হয়ে বয়ে চলো….
  তখন গালিচা সরিয়ে তোমাকে স্পর্শ করে
  উপলব্ধি করি ……
  তোমার অন্তর নিহিত যাতনা ,
  শুনতে পাই হৃদয় ভাঙ্গার শব্দ ,
  মনকে ছুঁয়ে যায় ব্যাথিত প্রাণের করুন তান ।

  তাই তোমার মধ্যেই খুঁজে পাই……
  ব্যাকুলতা, আনন্দচ্ছাস, শীতলতা ,
  স্নিগ্ধতা ,নীরবতা , যন্ত্রনা ।
  সব কিছু মিলেই প্রেমের বিশালত্ব …
  তাইতো জানতে চাই তোমার কাছে…
  অগাধ প্রেমের অনুরাগের অনুভূতি …
  শিখতে চাই প্রেমের সহজ পাঠ ।।

  © সুদীপা মজুমদার

  Picture Credit: @keates

  #writersnetwork #readwriteunite #pod #mirakee #bangla #banglakobita #bengali #bengaliwriteups #bengalipoems #love #nature

  Read More

  সহজ পাঠ

  সব কিছু মিলেই প্রেমের বিশালত্ব …
  তাইতো জানতে চাই তোমার কাছে…
  অগাধ প্রেমের অনুরাগের অনুভূতি …
  শিখতে চাই প্রেমের সহজ পাঠ ।।
  ©sudipa_mon

 • sudipa_mon 78w

  ||~ ভরসার আর এক নাম ~||

  পুরুষ তুমি কাঁদতে জানো?
  অভিমানে ভাসতে জানো ?
  উথাল পাথাল সাগর দ্বীপে
  মুক্ত মালা গাঁথতে জানো ?
  ভালোবাসার স্বপ্ন বুনে
  চাঁদের হাসি পড়তে জানো?
  প্রেমের ঘাটের প্রমদ তরী
  হঠাৎ করে ভেঙ্গে গেলে,
  এক লহমায় ভাঙ্গা তরী
  নতুন করে গড়তে জানো??
  মন খারাপে প্রেয়সী যদি
  নিঝুম রাতে একলা কাঁদে
  সোহাগ দিয়ে কাছে টেনে
  পারবে দুচোখ মুছিয়ে দিতে??
  শব্দ ছাড়াই স্বপ্ন গুলো
  ক্যানভাসেতে বদ্ধ ছিল,
  তাকিয়ে দেখি চির ধরেছে
  ফুরিয়ে গেছে স্বপ্ন গুলো।
  পারবে তুমি মুছে দিতে
  চির ধরা সব ছবি গুলো?
  নতুন করে স্বপ্ন এঁকে
  ক্যানভাসটা সাজিয়ে তুলো।
  বুকের ভেতর পাথর ভাঙ্গে
  পুরুষ তুমি শুনতে কি পাও?
  একাকিত্বের জীবন টাকে
  দুমড়ে মুচড়ে ভাঙ্গতে কি চাও??
  চেষ্টা করলে পারতে পারো
  ভালোবাসার অমোঘ ছোঁয়ায়
  কঠিন পাথর গলে জল হয়
  খুব কি শক্ত মনটা পাওয়া ??
  মনের মাঝে বাসা বানাও
  ভালোবাসার শান্ত বাসা,
  যতই প্রলয় আসুক তুফান
  বাসার ভেতর যাবেনা হাওয়া।
  সেদিন দেখো ভালোবাসাটি
  টইটুম্বুর বিশ্বাসেতে
  সবকিছুতেই ভরসা পাবে
  হাতের উপর হাতটি রেখে।

  © সুদীপা মজুমদার

  Picture Credit: @keates

  #writersnetwork #readwriteunite #mirakee #bangla #banglakobita #bengali #bengaliwriteups #bengalipoems #men #life #love

  Read More

  ভরসার আর এক নাম

  উথাল পাথাল সাগর দ্বীপে
  মুক্ত মালা গাঁথতে জানো ?
  ভালোবাসার স্বপ্ন বুনে
  চাঁদের হাসি পড়তে জানো?
  ©sudipa_mon

 • sudipa_mon 78w

  ||~~ ভালোবাসার প্রশ্রয়~~||

  আবার যদি দেখা হয় ঠাকুর বাড়ির দাড়ে ,
  অথবা শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে ,
  টাই সুট বুট পড়া কাঁচা পাকা চুলে
  সরু ফ্রেমের চশমা পড়া গম্ভীর মুখে
  দাঁড়িয়ে আছো আজো সময়ের অপেক্ষায় !
  হঠাৎ যদি ফেলে আসা ভালোবাসা
  তোমার সামনে এসে দাড়ায় ……
  চিনতে পাড়বে !
  নাকি, না চেনার ভান করবে ?
  গম্ভীর মুখে হাসি ফুটবে !
  না রাগ করবে ?
  মনটা আনন্দে ভেসে যাবে !
  না দুঃখে মুচরে উঠবে ?
  খুব জানতে ইচ্ছা করছে আজ ??
  তবে তোমার ভালোবাসা আজও …….
  স্বীকার করে তোমার উপস্থিতি ….
  আজও খোঁজে তোমার সান্নিধ্য …..
  আর হয়তো আবার যদি দেখা হয়
  তবু ও মন খুঁজবে সেই ----
  প্রশয় দেওয়া ভালোবাসার ------
  অব্যক্ত অনুভূতির ফেলে আসা দিন ।

  © সুদীপা মজুমদার

  Picture Credit: @keates

  #bangla #banglakobita #writersnetwork #mirakee #bengali #bengaliwriteups #bengalipoems #love

  @writersnetwork @mirakee

  Read More

  ভালোবাসার প্রশ্রয়  তবে তোমার ভালোবাসা আজও …….
  স্বীকার করে তোমার উপস্থিতি ….
  আজও খোঁজে তোমার সান্নিধ্য …..
  আর হয়তো আবার যদি দেখা হয়
  তবু ও মন খুঁজবে সেই ----
  প্রশয় দেওয়া ভালোবাসার ------
  অব্যক্ত অনুভূতির ফেলে আসা দিন ।
  ©sudipa_mon

 • sudipa_mon 78w

  ••••• সমাপ্তি •••••

  কোথায় গেলে ???
  সত্যিই কি আমায় ভুলে গেলে??
  আড়াইশোটা মিনিট যেনো আড়াইশোটা বছর !
  বিষন্নতার পল গুলো কেটে কেটে দাগ ফেলছে,
  রক্ত ঝরছে কেবল আমার হৃদয়ে ,
  বলতে পারো একটু বেশিই করছি পাগলামিটা
  তার রেশি পড়ছে কাজ কর্মে প্রতি মুহূর্তে ,
  অনেকেই ভাবছে অনুশাসন পাইনি সময় মতো
  তাই সমাজ আমায় শোনাচ্ছে অনেক বচন।
  হৃদয় মাঝে ঝড় বইছে এলোমেলো
  এখানেই বুঝি জীবন টা আজ থমকে গেল !!

  ঘূর্ণির ঐ পাগল হাওয়ায় ভাসিয়ে দিয়ে
  ভালোবাসার ভাবনা গুলো কেড়ে নিলে,
  ভালোবাসার অতল নদী শুকিয়ে গেলো
  স্বপ্নের সেই কল্পনা সব মিথ্যে হলো।
  খারাপ লাগার বিষন্নতায় তুফান তুলে
  হৃদয়ের ঐ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিলে,
  প্লাবন ধারায় দুঃখ নদী ভেসছে যখন
  তোমার পথেই থমকে ছিল আমার ভূবন।
  ভ্রুকুটি ভরা মুচকি হেসে যেই তাকালে
  সেই আগুনে মন পুড়িয়ে ছাই করলে ।

  পোড়া মনে ভালোবাসার সুর বাজেনা
  আজ তুমি ভীষণ ভাবেই খুব অচেনা,
  জানালা দিয়ে আকাশ পানে তাকিয়ে দেখি
  আষাঢ়ের মেঘ থমকে আছে মুখটা ভাড়ী!
  মনের মাঝে স্মৃতির বাঁশি উঠলো বেজে
  বর্ষা ধারায়,পেখম তুলে ময়ূর নাচে ।

  © সুদীপা মজুমদার


  Picture Credit: @keates

  #bangla #banglakobita #writersnetwork #mirakee #bengali #bengaliwriteups #bengalipoems #love #nature

  Read More

  সমাপ্তি

  পোড়া মনে ভালোবাসার সুর বাজেনা
  আজ তুমি ভীষণ ভাবেই খুব অচেনা,
  জানালা দিয়ে আকাশ পানে তাকিয়ে দেখি
  আষাঢ়ের মেঘ থমকে আছে মুখটা ভাড়ী!
  ©sudipa_mon

 • sudipa_mon 78w

  •••••• বেকুল অপেক্ষা •••••••

  আজ অনেক দিন পর শুরু হলো অপ্রত্যাশিত অপেক্ষা…….
  যে অপেক্ষা থেমে গেছিল বহু বছর আগে
  কোনো এক ক্ষণিকের ভুল বোঝায় !
  ভেবেছিলাম থমকে গেছে জীবন টা।
  কিন্তু আজ উপলব্ধি করছি…..
  জীবন চলেছে জীবনের গতিতে
  নদীর জোয়ার ভাটার টানে ….
  কখনো দুকূল ছাপিয়ে পড়েছে প্রেম
  তো কখনো হারিয়ে গেছে দিশা ….
  দিশাহারা হয়ে উৎভ্রান্তের মতো তোমায় খুঁজেছি
  একটু ভর্সা একটু বিশ্বাস …..
  আর অনেক খানি আবেগ মেশানো প্রত্যাশা নিয়ে
  তুমি ধরবে আমার হাত টা ?
  যে হাতের উপর হাত রেখে জীবনের বাকি পথটা হাঁটতে পারবো নিশ্চিন্তে।

  খোলা আকাশে মিলনের ডানা মেলে ভেসে বেড়াবো কপোতাক্ষের মতো…..
  মেঘের চাদরে ভালোবাসার ছবি এঁকে
  জড়িয়ে থাকবে সমস্ত শরীরে।
  অনুভব করবো হৃদয়ের ওম্ …..
  অনুরাগের স্পর্শে সর্বাঙ্গে বয়ে যাবে
  অজানা এক কামউন্মাদনা ….
  অন্তঃকরণ দেবমন্দিরের চামরের ন্যায় আন্দোলিত হবে……
  নিজেকে সঁপে দেবো পৌরুষত্বের হোমাগ্নিতে,
  সারা জীবনের নিজের করে রাখা গোপন শরীরি প্রত্যয় তোমার অঙ্গে লীন হবে।
  আমি লজ্জায় লাল হয়ে উপভোগ করবো তৃপ্তির বাসনা ……
  তোমার ভালোবাসায় যে আমি মরতেও রাজি আছি ।
  প্রেমের আকন্ঠ সুধা পান করে সৃষ্টির অপার লীলায় অবগাহন করার আশায়
  অপেক্ষা করতে পারি অনির্দিষ্টকাল …..
  তুমি কবে আসবে প্রিয়…
  আমি যে সেই পথের প্রান্তে চেয়ে বসে আছি
  বেকুল অপেক্ষায়…….

  © সুদীপা মজুমদার

  Picture Credit: @keates

  #bangla #banglakobita #writersnetwork #mirakee #bengali #bengaliwriteups #bengalipoems #love

  Read More

  বেকুল অপেক্ষা

  জীবন চলেছে জীবনের গতিতে
  নদীর জোয়ার ভাটার টানে ….
  কখনো দুকূল ছাপিয়ে পড়েছে প্রেম
  তো কখনো হারিয়ে গেছে দিশা ….
  ©sudipa_mon

 • sudipa_mon 78w

  ••••• বাণী •••••

  বিশ্ব যেখানে দাঁড়িয়ে আছে
  মৃত্যু মিছিল কাঁধে ,
  পুড়ছে মানুষ ধুঁকছে সমাজ
  বিষন্নতার ফাঁদে ।
  শবদেহ নিয়ে আমরা চলেছি
  নিকষ অন্ধকারে ,
  বিয়োগ - ব্যথায় বন্ধু স্বজন
  অঝোরে অশ্রু ঝরে ।
  রাষ্ট্রনেতা ডাক্তার আর
  বিঞ্জানীরাই জানে ,
  প্রাণবায়ু ছেড়ে বেরিয়ে যাওয়া
  শরীরে ভীতির মানে ?
  আধার কাটিয়ে ভয় জয় করে
  খুঁজবে স্বজন বন্ধু
  ততদিনে শেষ ধ্বংসাবশেষ
  লয় হয়ে যাবে সিন্ধু ।
  অলীক স্বপ্ন ভীড় করে আসে
  ভয়ের করাল গ্রাসে
  পৃথিবীটা বুঝি হারাবে এবার
  নৈঃশব্দের ত্রাসে ।
  কাক ঘুম নিয়ে কাটাবে আঁধার
  ডাক্তার বিঞ্জানী
  আলোর মাঝে জেগে উঠবে
  সাধকের প্রিয় বাণী ।

  © সুদীপা মজুমদার

  Picture Credit : @keates

  #bangla #banglapoetry #bengalipoems #bengali #writersnetwork #pod #mirakee #corona #covid

  @mirakee @writersnetwork @writers_of_mirakee @writerstolli

  Read More

  বাণী

  বিশ্ব যেখানে দাঁড়িয়ে আছে
  মৃত্যু মিছিল কাঁধে ,
  পুড়ছে মানুষ ধুঁকছে সমাজ
  বিষন্নতার ফাঁদে ।
  ©sudipa_mon

 • tornwings 81w

  ইচ্চে

  তোর সাথে ট্রামে চাপার ইচ্চে টা রৈল পরে
  যাচ্ছি আমি এখন অনেক দূরে সরে
  হয়তো থাকবো না আমি আর মনে
  ভুলে জাবি আমায় খুব চট করে
  জীবনে অনেক মানুষ আসে যায়
  তোবুও আমার জন্যে তুই'ই রইলি ঠায়
  যদি কখনো ভুলে চলে আসি মনের মাঝারে
  একটু সময় নিস ভাব্‌বার জন্যে, দিস না ফিরায়ে
  আমি চিরকাল মনে তোকে রাখবো বেঁধে
  মনে পর্বে শেই দিন গুলো যখন তুই ছিলি আমার সাথে

  ©tornwings

 • bijitsingha 82w

  দাদু খুঁটচে খবর,
  বাদুড় খুঁটচে কবর,
  ধূমপায়ীরা কিডনি বেচে দিক।

  বসন্ত দিন
  কোয়ারেন্টিন
  গ্লেনফিডিক।  ©bijitsingha

 • rinrup 88w

  অপাংক্তেয়

  কথা চুরি হয়ে গেছে কিছু,
  দাবিহীন নাবিকের কাছে।
  নিয়নের আলোমাখা রাতে,
  সব স্রোত একা পড়ে আছে।
  ©rinrup

 • rinrup 89w

  খোলা চিঠি

  পথিক তোমার পথ তো তেমনই আছে
  বার্তা দিয়েছো চুপকথাদের কানে
  আমার তো ঋণ পলাশ-বনের কাছে
  পুড়িয়ে দিয়েছে আগুনের আলাপনে।
  ©rinrup

 • doyeeta 89w

  সেই যেখানে হৃদয় জুরোয়
  শুকনো পাতার ঘ্রাণে,
  অচেনা পথ ভালো থাকে
  চেনা হাতের সন্ধানে,
  অরণ্যের ওই সবুজ মেখে
  হেঁটে যাব বহুদূর,
  সেইখানেতেই বাঁধব ঘর
  সেইতো আমার অচিনপুর...

  ©doyeeta

 • violin 93w

  …কিন্তু অবশেষে রয়েযায় শুধু স্মৃতি,
  ঠিক যেমন তোর দেওয়া সেই "গোলাপের" পাপড়ি |
  "ভালোবাসা আর গিটার"- আজ ও আছে
  তবে, ঠিকানা পাল্টে চলে গেছে "ধুলোর দেশে"||

  …তোর দেওয়া প্রথম বই আমি আজ ও আগলে রেখেছি,
  তোর দেওয়া সেই ভালোবাসার চিঠিটা আমি আজ ও আবার পড়েছি |
  বুঝতে পেরেছি, সময় পাল্টেছে,
  কারণ, ভালোবাসা আজ তার ঘর ছেড়েছে ||

  …তবে না, রবীন্দ্রনাথ তার ভালোবাসা পাল্টে দেয়নি,
  সে আজ ও "দেখেছে তার কালো হরিণ চোখ"
  সেই আজ ও ভালোবেসে লিখেছে তার নাম "নিভৃত যতনে" |

  পাল্টে গেছি আমরা,
  পাল্টে গেছে আমাদের বর্তমান |

  হয়ত অতীতের সেই ধুলোমাখা অ্যালবামে
  আমরা আজ ও আছি পাশাপাশি,
  গাইছি “ভালোবাসি ভালোবাসি” ||
  ©violin

 • rheima 106w

  অনবরত তাদের আনাগোনা
  শীতের শালের মত যাদের উষ্ণতা

  ফুরিয়ে ও ফুরোতে চায়না
  মনকেমন- এর অসীম বায়না।

  ©rheima

 • anuvutir_abakas 109w

  তবুও যদি!

  তবুও যদি... এমন টা হতো,
  হটাৎ করে আসতে তুমি ফিরে।
  অনুভূতি রা সব গভীরতা পেতো,
  যখন... পেছন থেকে ধরতে আমায় ঘিরে।


  ©moral_booster